আদর গুলো রং ছড়াবে
সরদার ফাতিমা জহুরা
-
শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
-
১০৩
বার পড়া হয়েছে
আদর গুলো তোমার হবে
রং ছড়াবে তাই
তুমি ছাড়া এ জীবন নায়ে
আরতো কেহ নাই!
নদীর জলে চাঁদের হাসি
উথলে উথলে পড়ে
চাঁদ আমাদের সঙ্গী হলে
কষ্ট কিন্তু নাইরে!
জীবন নদীর পাড়ে নেমে
শপথ নিলাম এই
আঘাতটায় ফুল ফোঁটাবো
যাতনা দিকনা যেই!
সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।
আরো খবর
Leave a Reply