বাঙালী ললনা : জান্নাত আরা খান পান্না
জান্নাত আরা খান পান্না
-
শনিবার, ১১ মে, ২০২৪
-
২১৭
বার পড়া হয়েছে
তোমার যুদ্ধ রণক্ষেত্রে
আমার যুদ্ধ গৃহে,
প্রতিনিয়ত যুদ্ধ আমার
ঘর সাজানোর মোহে।
কত ত্যাগের বিনিময়ে
টিকাই সংসার,
বেলা শেষে চেয়ে দেখি
সঙ হলো যে সার।
আমার দেয়া ভালোবাসার
নাম হয় ‘ছলনা,’
তবু আমি আঁকড়ে ধরি
আমি বাঙালী ললনা।
সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।
আরো খবর
Leave a Reply