1. sm.khakon@gmail.com : bkantho :
প্রিয় স্বাধীনতা আমার - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

প্রিয় স্বাধীনতা আমার

অ্যাডভোকেট সায়লা খান
  • বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
প্রিয় স্বাধীনতা আমার
পৃথিবীর সবচেয়ে দামি একটা শব্দ স্বাধীনতা!
আমার স্বাধীনতা!
তাকে ছাড়া আমি অস্তিত্বহীন, সত্তাহীন
সেই স্বাধীনতা!
যাকে ছাড়া আমার কল্পনাগুলো একেবারে-ই ম্যাড়মেড়ে বর্ণহীন!
স্বাধীনতা! তোমাকে ছাড়া
আমি, আমরা, দেশমাতৃকা সব শৃঙ্খলিত!
তোমাকে ছাড়া
বিহঙ্গগুলোও সংশয়ে শংকিত। পিঞ্জরে আবদ্ধ! আমার স্বাধীনতা! তোমাকে ছাড়া আকুতিগুলোও নীরব!
বন্দীর শৃঙ্খলে কেঁদে মরে হাজারো ইচ্ছের ফুলঝুরি!
স্বাধীনতা! তোমাকে পাওয়ার জন্য
দিতে হয়েছে কত রক্তগঙ্গা,
তোমাকে পাওয়ার জন্য
কত তরুণ তরুণীর বাধঁ ভাঙা হাসি কে দিতে হয়েছে ফাঁসি।
জেল-জুলুম, বুলেট-বোমা, বেয়োনেট আরও কত মারণাস্ত্রের গর্জনে কেঁপে উঠেছে শান্ত বাংলার রাজপথ, মাঠ-ঘাট প্রান্তর।
স্বাধীনতা! তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য প্রাণখোলা সদাহাস্যজ্বল মেয়েটা করেছে আত্মহত্যা।
স্বাধীনতা! অনেক ত্যাগের পর তোমার মাথায় বিজয়ের এই তাজ।
আমার স্বাধীনতা! তুমি স্বকীয়তায় স্মরণীয় আর সমহিমায় উদ্ভাসিত আজ।
নাই-বা হলো বসনভূষণ কিংবা চাকচিক্য, স্বাধীন আছি এটা-ই চিরভাস্বর!
লাল সবুজের স্বাধীন পতাকা হাতে, অমর আর চিরঞ্জীব প্রিয় স্বাধীনতা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD