হবিগঞ্জ জেলার বানিয়াচং মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষক ও ১ অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মহসিন স্বাক্ষরিত বরখাস্তের আদেশ প্রদান করেন। বরখাস্তকৃত গণিতের শিক্ষক রিপন কুমার দাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ব্রক্ষ্রপুর গ্রামের ননী গোপাল দাসের পুত্র। আর অফিস সহকারী মোঃ রুমেন মিয়া চৌধুরী বানিয়াচং উপজেলার যশকেশরী গ্রামের মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরীর পুত্র।
বরখাস্তের আদেশ কপির আলোকে জানা যায়, শিক্ষক রিপন কুমার দাস নীতিমালাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবৈধভাবে নিজেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। অবৈধ দায়িত্ব নেওয়ার পর স্কুলের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবির পরিবর্তে তৎকালীন স্কুল সভাপতি তজম্মুল হক চৌধুরীর ছবি প্রতি স্থাপন করেন। তিনি এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির মানুষের সাথে আঁতাত করে স্কুলের ফান্ডের কোটি টাকা তসরুফ করেন। গণিত শিক্ষক বেআইনিভাবে স্কুল চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে প্রাইভেট বানিজ্য করেন।
এছাড়া গণিত শিক্ষক রিপন ও অফিস সহকারী রুমেন মিলে স্কুলের আয়ের হিসাব নিকাশ কমিটি বরাবরে বুঝিয়ে না দিয়ে অর্থ আত্বসাৎ অব্যাহত রেখেছেন। তারা ২ জন মিলে স্কুলকে দুর্নীতির আখড়ায় পরিণত করে স্কুলের উন্নতি ও সুনাম ক্ষুন্ন করেছেন।
প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মহসিন বলেন, শিক্ষক রিপন ও অফিস সহকারী রুমেনকে সুনির্দিষ্ট দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বরখাস্ত করা হয়েছে এবং স্থায়ীভাবে বরখাস্তের প্রক্রিয়া চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply