স্বাধীনতা তুমি
আয় আয় চাঁদ মামা
ঘুম পাড়ানি মাসি পিসি,
মায়ের কল্প কথার গান;
স্বাধীনতা তুমি,
বুকে জড়ানো আচঁলে ঢাকা
বাহুতে বাধাঁ প্রাণ।
স্বাধীনতা তুমি,
বাবার আদর,বোনের সোহাগ মেশানো
হৃদয়ের কোলাহল;
তুমি উন্নত মম শির
হৃদয়ে সাহস বুকে অটুট বল।
স্বাধীনতা তুমি সোনালী প্রান্তর সবুজ ক্ষেত
কৃষকের গোলাভরা ধান;
তুমি উদাস বাউলের একতারাতে…..
তুমি হাসান রাজা লালন ফকির,দুরবীন শাহের গান।
“তুমি রবী ঠাকুরের হৃদয়ের ধন”
“জীবনানন্দের সুরঞ্জনা”
শামসুর রাহমানের“স্বাধীনতা তুমি”
উপমায় মন্ডিত তুলনাহীনা।
স্বাধীনতা তুমি,
শান্ত রজনী,বিনিদ্র দরবেশ,মোয়াজ্জিনের আযান;
তুমি কবির কবিতা এবং শিল্পীর কন্ঠে গান।
স্বাধীনাত তুমি,উপমাতে যার নাইকে শেষ;
শাকিলা জাফর শুভ্রের কন্ঠে তুমি
আসাদুজ্জামানের গুডলাক বাংলাদেশ।
Leave a Reply