হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে বৃন্দাবন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক -২০২৪ বিজ্ঞান বিভাগের ছাত্রী সৈয়দা ফারিহা জাহান মাঈশা। কলেজ ও তার পারিবারিক সূত্রে জানাযায়, সে খুব মেধাবী, ভদ্র ও পরিশ্রমী। পৃরো কলেজ জীবনে সে একদিনও কলেজের ক্লাস মিস করে নি।
মাঈশা চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের বড় আব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রফিকুল ইসলাম ( Syed Rafiq) ও সহকারী শিক্ষক শেখ আছমা খাতুনের প্রথম সন্তান। উল্লেখ্য, সে Pure mathmetics এ বাংলাদেশের প্রথম ডক্টরেট, ঢাবির গণিতের অধ্যাপক মরহুম ড. মোঃ আব্দুল কুদ্দুসের ভাগ্নির ঘরের নাতনি এবং শাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দীনের ভাগ্নের ঘরের নাতনি।
Leave a Reply