হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।
বৈশাখের খরতাপ ও গোলায় ধান তুলতে কৃষকরা যখন ব্যস্ত এই সময়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একাটানা ভোট। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ১০৬ কেন্দ্রে ভোট গ্রহন হয়। উপজেলায় পুরুষ ও নারী ভোটার মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৮ শত ৩৮ । কাষ্টিং ভোট ৮৮ হাজার ৮ শ ১৮ ভোট। গড় ভোট পড়েছে শতকরা ৩২ দশমিক ৩৭ ভাগ।
দিনভর রোদের রাজত্ব থাকলেও ভোট গ্রহন শেষে থেমে থেমে বৃষ্টি হয়, এতে প্রত্যন্ত অঞ্চলের প্রিজাইডিং অফিসাররা পড়েন বিপাকে। সন্ধ্যা ৭ টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন ভোটের ফলাফল প্রকাশ করেন রাত ১ ঘটিকা পর্যন্ত।
বিজয়ী প্রার্থী ইকবাল হোসেন খানের আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৪২৮২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশে চৌধুরীর মোটর সাইকেল প্রতীক পেয়েছেন ৩১৭৭২ এবং ঘোড়া প্রতীক নিয়ে ১৪২২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার ।
ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন খান সুমন চশমা প্রতীক নিয়ে ২৬৩৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক মিয়া তালা প্রতীক নিয়ে ১৪৪২৭ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার বিউটি প্রজাপতি প্রতীকে ৪৫৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী মুক্তা রানী দাশ ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৬৮৩৮ ভোট।
Designed by: Sylhet Host BD
Leave a Reply