বয়স তাড়া দিচ্ছে
সবকিছুতেই ভিন্নতা দেখি
সবুজ নদীতে এখন নীল ঢেউ
কত হবে বয়স?
ষাটের কোঠা তো বটেই
তারও বেশি নাকি কম?
যা ই হোক হৃদয় জুড়ে খেলে আজো তোমার ছল চাতুরী।
তীব্র গতিতে জীবন ছুটছে
রাত্রি শেষে ভোর কিংবা কমলা রোদের সকালে
আজো শুনি তোমার পান্ডুর দীর্ঘশ্বাস আমার কাঁধে
একগুচ্ছ চাঁপা কলি হাতে গুঁজে দিয়েই উঠে দাঁড়ালে,
আর আসোনি কখনো
সেই চাঁপা কলিও আর ফুল হয়ে ফোটেনি।
বিচ্ছিন্ন কত প্রহর গেলো
দিন মাস বছর আর যুগ
টিনের চাল সরে হাইরাইজ বিল্ডিং হলো
আস্তে আস্তে ফিকে হয়েছে চৈতন্যের সোনালী আকাশ।
চোরাই সাম্রাজ্যের স্থপতি হয়েছে অচেনা কেউ।
উদ্ধত প্রেম হলো অধীনস্থ
এসেছিলে ঐন্দ্রজালিক মায়ায়
হারিয়ে গেলে বজ্রের আসা-যাওয়ায়
জানতে ইচ্ছে করে,
জীবনের কোথায় পড়েছে তোমার বেহিসেবী যতিচিহ্ন….
Designed by: Sylhet Host BD
Leave a Reply