1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার

জীবন আহমেদ লিটন, বানিয়াচং (হবিগঞ্জ)
  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার
ঘাতক বদিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এ এসপি পলাশ রঞ্জন দে।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড নিয়ে ভয়াবহ সংঘর্ষে ৩ জন খুনের ঘটনার প্রধান হোতা বদরুল আলম ওরফে বদিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ মে) বিকেল ৩ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর থানার নুরপুর গ্রাম থেকে গ্রেফতার করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইনের নৃতৃত্বাধীন একদল পুলিশ। একই দিন বিকাল ৫ ঘটিকায় বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে। গ্রেফতাকৃত বদি ঐ গ্রামের হাজী হিরা মিয়ার পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে ত্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের গ্রেফতারে দিনরাত অভিযান চালায় পুলিশ। খুনের ঘটনায় বাদীগণ চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত মামলা দায়ের করতে পারেননি। ফলে গ্রেফাতারকৃত ব্যক্তিকে ৫৪ ধারায় কোর্টে প্রেরন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ, সেকেন্ড অফিসার অমিতাভ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ( ৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামের সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলম বদি ও সিএনজি চালক আব্দুল কাদিরের মধ্যে কতা কাটাকাটির জের ধরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষীয় সংঘর্ষে জড়ায়। এসময় গ্রামের শুক্কুর মিয়ার পুত্র আঃ কাদির, বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া ও আলী রেজার পুত্র লিলু মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সংবাদে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD