হবিগঞ্জের লাখাই উপজেলায় ফসলি জমির ধান কাটতে বাঁধা দেওয়ায় জলিল(৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে পতিপক্ষ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মকসুদপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, ঐ এলাকার স্থানীয় ইউপি সদস্য সদস্য সবুজ মিয়া ও তার বোনজামাই গং বনাম ইউপি সদস্য নোয়াজ আলীর মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল, পরে গত সপ্তাহে থানায় বিচার শালিসে নোয়াজ আলীর পক্ষে জমির ধানকাটার রায় দেয় মাতব্বরা।
একপর্যায়ে ইউপি সদস্য সবুজ মিয়াসহ তার ভাই, বোনজামাই গং লোকজন জোরপূর্বক ইউপি সদস্য নোয়াজ আলীর ৩ বিগা জমির ধানকেটে নিয়ে আসার চেষ্টা কালে ইউপি সদস্য নোয়াজ আলীর ভাই জলিল মিয়া বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র পিকল দিয়ে আঘাত করে । খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিট অফিসার মৃদুল কুমার ভৌমিক জানান, এ জমি নিয়ে নয় অন্য জমি নিয়ে থানায় বিচার শালিস হয়েছিল।
লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, ধান কাটা নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে শুনেছি, এব্যাপারে তদন্ত চলছে।
Leave a Reply