1. sm.khakon@gmail.com : bkantho :
উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা
 আগামী ২১ মে  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ এপ্রিল রবিবার ১৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮,জন নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে জমা দেন  বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে. এম, নুর উদ্দিন চৌধুরী (বুলবুল) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (এডভোকেট) সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুল রহমান মুকুল জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য  শাহ আবুল খায়ের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোস্তফা কামাল বোরহান উদ্দিন, মোস্তকিম আহমেদ চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট, গতি গোবিন্দ দাশ, ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের কবেন্টি পাউন্ডদার বর্তমান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ অনর উদ্দিন চৌধুরী,  ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,আব্দুল আলীম ইয়াছিনী, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, আলমগীর আহমেদ চৌধুরী,সিদ্দিকুর রহমান চৌধুরী, রুবেল আল মামুন তালুকদার প্রার্থীতা জমা দেন।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা মহিলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল।
মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২ মে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD