1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ মোট ১৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

আগামী ৮মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫ প্রার্থী মনোনয়ন দাখিলপত্র করেছেন।

বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারসহ ৩জন, ভাইস চেয়াম্যান পদে বর্তমান বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, সাবেক ভাইস চেয়াম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,

আশরাফ হোসেন খান, কৃষ্ণদেব, মোঃ তাসলিম আলম মাহদী, সৈয়দ নাসিরুল ইমাম, এস এম সুরুজ আলী, মোঃ আসিক মিয়া, তাফাজ্জুল হকসহ ৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, শিউলি রানী দাস, মুক্তা রাণী দাশ রিয়াসহ ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহণ ৮ মে।

এদিকে উপজেলাব্যাপী এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করা লাগে আমরা তাই করবো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD