1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

বানিয়াচংয়ে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন রোগে আক্রান্ত ৩০জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী ফরহাদ আহমদ তুষার প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়নের ৬০জন ভিক্ষুককে পূনর্বাসনের জন্য, হাস-মুরগী, গবাদি পশু পালনের শর্তে প্রত্যেককে ৪ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD