২জানুয়ারি জামালপুরে র্যাবের অভিযানে যাবজ্জীবন এবং মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ যুগ যাবৎ পলাতক আসামী ইসমাইল হোসেন ইস্রাফিল। ১ যুগ যাবৎ মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামী গোলাম মোস্তফা।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান-১৯৯৮ সালের ৭ জুলাই শেরপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের এক ভিক্ষুক মা তার ১১ বছর বয়সী কন্যাশিশুকে বাড়িতে রেখে পাশের এলাকায় ভিক্ষা করতে যায়। এ সুযোগে সেকান্দর আলীর ছেলে ইসমাইল হোসেন ইস্রাফিল ১১ বছর বয়সী শিশুকে অপহরণপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুর খালার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরের হাফনাই গ্রামে পাঠিয়ে দেয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় শিশুর মা মধুপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২ জুলাই বিচারিক প্রক্রিয়া শেষে টাঙ্গাইল নারী ও শিশু নিযার্তন দমন বিশেষ আদালত পলাতক থাকা অবস্থায় ইসমাইল হোসেন ইস্রাফিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে।
র্যাব-১৪ এর একটি অভিযানিক দল গতকাল রবিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে।
অপরদিকে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী রুজিনা বেগম(২৪)কে আটক করে।
Leave a Reply