রোবাবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।
রায়ের বিবরণ থেকে জানা যায়, রফিকুল ইসলাম নরসিংদীর শিবপুর শাখা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। পরে তিনি ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি বিক্রি করে দেন।
এ ঘটনায় ২০১১ সালের ৩০ মে শিবপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আতাউর রহমান।
২০১৬ সালের ২০ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply