লাখাইয়ে ইশাত খান লাভ ফর হিউমিনিটির ইফতার বিতরণ। হবিগঞ্জের লাখাইয়ে ইশাত খান লাভ ফর হিউমিনিটির উদ্যোগে বিভিন্ন পথচারীদের রোজাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ)বিকালে উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ বায়েজিদ রঃ মাজার মাঠে প্রায় শতাতিক রোজাদার ও অসহায়দের মাঝে ইতার সামগ্রী তুলে দেন ইশাত খান লাভ ফর হিউমিনিটির কর্ণধার ইশাত খান।
পরে হবিগঞ্জ লাখাই সড়কে বিভিন্ন পথচারী রোজাদারদের মাঝেও ইফতার বিতরন করা হয়।
এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও লাভ ফর হিউমিনিটির অন্যন্য ব্যক্তিবর্গ।
Leave a Reply