এতদিন কোনো তর্ক ছাড়াই দেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় তারকা ভাবা হতো সাকিব আল হাসানকে। তবে হামজা চৌধুরীর আগমনের পর অনেকেই তাকে তুলনা করতে শুরু করেন সাকিবের সাথে।
তবে বিনয়ের সাথেই বিষয়টা সামলে নিয়েছেন হামজা চৌধুরী। সাকিবের সাথে তুলনায় যেতে রাজি নন হামজা। উল্টো সাকিবকে দিয়েছেন মেগাস্টার তকমা।
হয়তো এখন মাঠে নেই, তবে নানান অর্জন আর সাফল্য সাকিবকে করে রেখেছে এই দেশের ক্রীড়াঙ্গনের পোস্টারবয়। দেড়যুগের বেশি সময় ধরে সার্ভিস দিয়েছেন দেশের ক্রিকেটে।
তবে সাকিবের সেই রাজত্বে এখন নতুন মুখ হামজা চৌধুরী। ইউরোপীয় ফুটবলের এই তারকার সংযোজন দেশের ফুটবলের পাশাপাশি ক্রীড়াঙ্গণেও ফেলেছে প্রভাব। দক্ষিণ এশিয়ান ফুটবলেও যা বড় খবর।
হামজার অন্তর্ভুক্তির পর তাই প্রশ্ন উঠে, দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা কে? সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী। প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।
বাংলাদেশে এসে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েই হামজা দেন কঠিন এই প্রশ্নের সহজ উত্তর। ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না তার সাথে তুলনা করা ঠিক।’
এর আগে ২০২০ সালে জাতীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারেও সাকিবের প্রশংসা করেছিলেন হামজা। বলেছিলেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply