নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানব দেহে তামাক সেবন,ধুমপান ও নেশা জাতীয় দ্রব্য আসক্তির প্রতিকারে সচেতনতা বৃদ্ধির লক্ষে একদিনের প্রশিক্ষণ কমশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমনের পরিচালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, ডাঃ মইনুল ইসলাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,এনজিও কর্মী মির্জা তকমিনা বেগম,কমিনিটি ক্লিনিক নেতা আব্দাল মিয়া তালুকদার,ইউপি সদস্য সখিনা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ ও গীতা পাঠ করেন শাকানন্দ ভট্টাচার্য্য।
আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে অংশ গ্রহণ কারীদের মধ্যে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক বিষয়াদী উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাশেদ খান।
Leave a Reply