1. sm.khakon@gmail.com : bkantho :
মোবাইল ফোনের অপব্যবহারে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ॥ মাওলানা নুরুল ইসলাম অলিপুরী - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

মোবাইল ফোনের অপব্যবহারে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ॥ মাওলানা নুরুল ইসলাম অলিপুরী

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
মোবাইল ফোনের অপব্যবহারে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ॥ মাওলানা নুরুল ইসলাম অলিপুরী

হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকায় অবস্থিত জামিয়া মাআরিফুল কোরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশে গতকাল সোমবার মাওলানা নুরুল ইসলাম অলিপুরী বলেছেন- অভিভাবকগন পারেন না বিধায় তাদের সন্তানদেরকে বেহেশতের পথ দেখাতে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসার শিক্ষকরা অতি যত্ন সহকারে ছাত্রদের সুশিক্ষা দিয়ে থাকেন। কওমী মাদ্রাসাগুলোতে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। ছাত্ররা যখন ছুটিতে বাড়িতে যায় তখন আবার মোবাইল ফোন ব্যবহার করে।

সেখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করেন না। ফলে সপ্তাহের ৬ দিনের মাদ্রাসার শিক্ষকদের নিয়ন্ত্রণ ১ দিনের ছুটিতে তলিয়ে যায়। বিষয়গুলো উদ্বেগজনক পর্যায়ে পৌছে গেছে। তিনি বলেন- ছাত্রদের ইসলামের পথে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কঠোর ভূমিকা পালন করতে হবে। ছাত্ররা বাড়িতে গেলে নামাজ পড়ে কি না, খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে কি না এসব অভিভাবকদেরকে দেখতে হবে। এককভাবে শিক্ষকদের দ্বারা একজন ছাত্রকে সু ছাত্র হিসাবে গড়ে তুলা সম্ভব নয়।

কিছু দিন পরপর অভিভাবকদের নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের এ ধরনের সভা সমাবেশ করাও অতিব জরুরী। ২০২০সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা লোকমান ছাদী। বর্তমানে শতাধিক ছাত্র হেফজখানা, এতিমখানা ও কওমী মাদ্রাসা বিভাগে পড়ছে। অভিভাবক সমাবেশে হবিগঞ্জের বিশিষ্ট আলেম ওলামা, ছাত্রদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD