যদি তোমার মনে আমার জন্য
কিছুটা ভালোলাগার অনুভূতি থাকে
তবে নিঃসংকোচে তা বলে দিও।
যদি তোমার মনে আমার প্রতি
কোন প্রশ্ন থাকে তবে তার
উত্তর জেনে নিও।
যদি তোমার আমাকে একটিবার
দেখতে ভীষণ ইচ্ছে হয়
তবে সময় এর সাথে সমঝোতা
না করে একবার অন্তত দেখা করে নিও।
যদি তোমার আমার হাতটি ধরতে
ভীষণ ইচ্ছে জাগে তবে হাত বাড়িয়ে
প্রতীজ্ঞার প্রতিশ্রুতি বন্ধনে চারটি হাত
অধিকার নিয়ে একত্রিত করে নিও।
যদি আমাকে চিঠি লেখার বা ম্যাসেজ
দেয়ার ইচ্ছে হয়ে তবে পাছে লোকে কিছু বলে না ভেবে তোমার অব্যক্ত
কথাগুলো আমাকে পাঠিয়ে দিও।
যদি তোমার মনে কষ্টের তীব্র যন্ত্রণা আঘাত হানে তবে আমার কাছে ছুটে এসো।
যদি সত্যিই মন থেকে আমাকে
ভালোবেসে থাকো তবে আমার
নিঃশ্বাস থাকতে আমার চোখে
চোখ রেখে বলে দিও।
সময় কারো জন্যই থেমে থাকে না প্রিয়
আজ তোমার মনের যে উত্তাল প্রেমময় সমুদ্র তা কালের বিবর্তনে হারিয়ে যেতে পারে হারিয়ে যেতে পারি আমিও
তাই সময় থাকতে বলে দিও
Leave a Reply