পহেলা বৈশাখ এলো ফিরে,
আনন্দের ঢেউ বাংলার তীরে।
আকাশ জুড়ে রঙের খেলা,
ঢাকের তালে বাজে মেলা।
আলপনায় আঁকা প্রাণের কথা,
পান্তা-ইলিশে বাঙালির ব্যথা।
লাল-সাদা শাড়ি, পাঞ্জাবির ছায়া,
শিকড়ে ফিরে যায় মনটা মায়া।
লোকগানের সুর, নকশি কাঁথা,
পুতুল নাচে হাসে পুরনো কথা।
নৌকা, হাল, মাটির ঘ্রাণে—
বাংলা বেঁচে থাকে প্রাণের টানে।
সংস্কৃতি আমাদের গর্বের ছায়া,
এই মাটির গল্প, এই হৃদয়-মায়া।
পহেলা বৈশাখ শুধু উৎসব নয়,
এ আমাদের চেতনায় জাগ্রত পরিচয়।
Leave a Reply