1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর, ট্রাকসহ আটক ৪ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর, ট্রাকসহ আটক ৪

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ, (হবিগঞ্জ)
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর, ট্রাকসহ আটক ৪
নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর টহল টিম গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।পাহাড়ি এলাকার ভুমি খেকোদের পাকড়াও করেছে সেনা সদস্যরা। এনিয়ে হইছই পড়েছে সর্বত্র যারা রাজনৈতিক নেতাদের নামে কমিশন নিয়ে মাটি কাটার কাজ করছিলেন তারা গা-ঢাকা দিয়েছে।
সেনাবাহিনী ঘটনার  নেপথ্যে জড়িত অন্যান্যদের খোঁজছে। ৮ জানুয়ারি বুধবার গভীররাত ১ টা ১৫ মিনিটে অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হারূন অর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
 এ সময় সেনাবাহিনীর ঠিম ২টি মাটি বহনকারী ১০ চাকার ড্রামার ট্রাক, একটি মাটি কাটার এক্সেভেটর(বেকু) ৪ জন মাটি কাটার শ্রমিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো ট্রাক চালক মোঃ আঃ হান্নান(৪০) মোঃ আকরামুল আহসান (৩৫) ড্রাম  ট্রাক হেলপার, মোঃ আল আমীন(৩৬) ড্রাম ট্রাক এর ড্রাইভার, ট্রাক চালক মোঃ আঃ করিম। বাকিরা সেনাবাহিনীর টহলটিম দেখে পালিয়ে যায়।
সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে দিনারপুর পাহাড়ি এলাকার  গ্রাম কুড়াগ্রাম (মিয়াকান্দি) ১৩ নং পানি উমদা ইউনিয়ন পানিউমদা এলাকায় বনজ পাহাড় কেটে বিক্রি করার কারণে লালমাটি ও টিলা কাটার ধুম চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ একটি রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে এসব টিলা কাটার কাজ চালিয়ে যাচ্ছিল কিছু সুবিধাভোগীরা।
এ খবর পেয়ে গত বুধবার জটিকা অভিযান চালায় নবীগঞ্জের দায়িত্বরত সেনাবাহিনীর টহল টীম। গতকাল রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা সময়, সেনাবাহিনীর আওতায় অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ান্টে অফিসার হারুনুর রশিদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ছাড়া টিলা কর্তন করিয়া জীব ও বৈচিত্রের ক্ষতি প্রকৃতির ভারসাম্য হানি ফসলের ক্ষতি বৃক্ষ রাজির ক্ষতি মাটির ভূ-গঠনের পরিবর্তন পাহাড়ের বাইডিং ক্যাপাসিটি নষ্ট করে ।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০১০ সালের ৪(২) ও ৬ এ-র (খ) ১২ ধারা অঙ্গনের দায়ে আইন অনুযায়ী জব্দ করা হয়। আটককৃত তিনটি গাড়ি ও গ্রেফতার ৪ জনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD