ইচ্ছে করলে তোমায় ছুঁতে পারবো না
মোবাইলে কল করে বলতে পারবো না,
এসো
দু’জন করিডোরে বসে চা খাবো আজ।
রমনাপার্কে,সাগরসৈকতে
কিংবা
পাহাড়ের মেঠো পথ পাড়ি দিয়ে
ঘুরতে পারবো না
হাতে হাত রেখে
দেখতে পারবো না জোস্নার আকাশটা কতোটা মসৃণ
কতোটা নির্মল,
তারপরও
বড্ড বেশি মিস করি তোমায়
বড্ড বেশি ভালোবাসি।
স্বপ্নের তরী বেয়ে
আমরা দু’জন ছুটে যায় সাগরে, নীলাম্বরে
কতো গল্প হয়
আড্ডা হয়
রাগ – অভিমানের মাখামাখিতে
ভালোবাসাটা আরো চাঙা হয়ে উঠে।
ভাবতেই ভাবতেই
ব্যস্ততার আকাশ টাকে পাড়ি দিই,
ঘনিয়ে আসে অন্ধকার
ক্লান্ত চোখ দু’টো
ঘুমন্ত সাগরে ডুবে যায়
চোখের কোণে একফোঁটা জল রেখে।
Leave a Reply