গোচরে অভিলাষী প্রেমে
ভেসে আসে কচুরিপানার দল
ঘুট ঘুটে অন্ধকারে কপোকাত
হৃদয়ের বাসনা।
দিনরাত্রি নাটকের সংলাপ
বহুপাক্ষিকতার আবেদন।
সমাপ্তি হীরার স্ফটিকের মাঝে
অনাহারীর দুঃখ মোচন।
স্থিতিশীলতার সম্ভাবনা রয়ে যায়
বুকের বাঁ পাশে সেই আর্তনাদ
জ্বলন্ত আগুনের উত্তাপে।
তবু আশা ছাড়তে না পারা
অভিলাষী প্রেম জীবন নাট্য মঞ্চে।
কতশত প্রাণের আবেশ অনুভবে
উৎপল শুভ্রের চলাচল দিগবিদিক।
উদ্দেশ্য একই কেবলই স্বাদের অভিজাত,
মনের অজান্তেই আওড়িয়ে যায়
অন্য একজন! সেই একই উদ্দেশ্য
কেবলই স্বাদের ভিন্নতা।
লোভ লালসা কেবল জানে দেহ
চোখ জুড়িয়ে দিতে পারে বুকের
ভিতরে হিমেল অনুভূতির
বরফাচ্ছাদিত হৃদয়।
বেলা শেষে অস্তমিত সূর্য যেমন
অগোচরে অভিলাষী প্রেম
সে কেবলই মায়াজাল।।।
Designed by: Sylhet Host BD
Leave a Reply