
২১ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
ভোর সাড়ে ছয়টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সকাল সাড়ে দশটায় ইবি রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও পরিচালনা করেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সালনা খাতুন বিএ, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল, দফতর সম্পাদক সবনম পারভীন, মহিলা দল নেত্রী সাফিয়া খাতুন, পলি খাতুনসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
Leave a Reply