1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বেতন বোনাস না পাওযায়  শিক্ষক-কর্মচারি ঈদ উদযাপনে বঞ্চিত
সিরাজগঞ্জের পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইউসুফ আলী (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ওরফে বড় গ্যাদা পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার ওয়াপদার উপর এ ঘটনা ঘটে। মৃত ইউফুস ওই মহল্লার ঘুতু সেখের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসার পাশাপাশি সুদে টাকা ধার দিতেন। অভিযুক্ত মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা একই গ্রামের সফর আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ইউসুফ আলী মমিনুলকে সুদে টাকা ধার দিয়েছিলো। মঙ্গলবার রাতে সুদের টাকার হিসাব নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে আহত করে মমিনুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত আটক করার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD