1. sm.khakon@gmail.com : bkantho :
বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্যদেব দর্শনে আসামের করিমগঞ্জে দুই বাংলার লক্ষাধিক মানুষের ভীড় - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্যদেব দর্শনে আসামের করিমগঞ্জে দুই বাংলার লক্ষাধিক মানুষের ভীড়

উত্তম কুমার পাল হিমেল,করিমগঞ্জ সীমন্ত থেকে ফিরে
  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে
বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্যদেব দর্শনে আসামের করিমগঞ্জে দুই বাংলার লক্ষাধিক মানুষের ভীড়

বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব পরম পুজনীয় শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্ত্তী বাবাই দাদাকে দর্শনের জন্য করিমগঞ্জ শহেরে মন্দির উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্টান ২১ জানুয়ারী শনিবার দীক্ষানুষ্টানসহ প্রনাম গ্রহন এবং ২২ জানুয়ারী রবিবার সকালে নতুন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের সীমান্ত এলাকা জকিগঞ্জ নদীর ওপারে করিমগঞ্জ জাহাজঘাট ও সৎসঙ্গ বিহার এলাকায় দুই বাংলার লক্ষাধিক মানুষের মিলনমেলায় পরিনত হয়।

অনাবিল সাজসজ্জা আর মানুষের পদচারণায় মুখতির হয়ে উঠে করিমগঞ্জ শহরসহ আশপাশ এলাকা। আচার্য্যকে একনজর দর্শন ও প্রনাম করার জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে করিমগঞ্জ সৎসঙ্গ বিহারে জড়ো হন অনুসারী লক্ষাধিক ভক্তবৃন্দ। নবনির্মিত নতুন মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সৎসঙ্গের আদর্শে উজ্জীবিত হয়ে প্রায় ৫ সহস্রাধিক মানুষ সৎনামের সাথে যুক্ত হন সৎসঙ্গের আঙ্গিনায়। অনুষ্টানে সিলেট সৎসঙ্গ বিহারের অধ্যক্ষ

রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর,সুদীপ দাশ এসপিআর,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,অধ্যাপক বিপ্লব রায় জন,পিযুশ দাসহ বৃহত্তর সিলেটের অসংখ্য নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ব সৎসঙ্গ সুত্রে জানাগেছে, আগামী ২৪ জানুয়ারী মঙ্গলবার বার আসামের শিলচর সৎসঙ্গ বিহারে দীক্ষানুষ্টান ও প্রনাম গ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঐ মন্দিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD