পথ হারিয়ে খুঁজি তোমায়
সবই আছে তবু নিঃসঙ্গ হায়
মা-বাবা কে মনে পরে না
জন্ম তবে কোন সে ভুল?
পথের বাঁকে কামনা বাসনা
দুমুঠো ভাত জুটে না পাতে।
আমরা শিশু আমাদের ও আছে প্রান
আমরা কেন পাইনা তবে পশুর ও সম্মান?
কুকুর ছানা, বিড়াল ছানা
তারা ও যে লালিত পালিত মায়ের আশ্রয়
আমাদের মা স্বপ্নের দেশে রয়।
বাবা ওদের শিকার শেখায়
ছানা গুলো কুকুর বেড়াল হয়।
আমরা যারা পথশিশু
কোন পাপের ফসল মোরা
জান কি তোমরা ?
ঘৃণিত, নির্যাতিত, নিপীড়িত আমরা
যৌন বুঝিনা তবু হতে হয়
যৌন নিগ্রহের শিকার ।
আমরা বলো কোথায় যাব?
কার কাছে নালিশ করবো?
পথে কতো কাহিনী হয়
পথ শিশুরা পথে পরে রয়।
কোটি টাকার গাড়ি পথে
কতো দামী লাল গাড়িটা!
কতো লোকে দামী গাড়ি চড়ে
কটা টাকা চাইতে বকে যায়
সবই আমাদের জন্মের দায়।
ধুর ধুর ছিছিক্কার শুনে কয়টা টাকা
পকেট পুরে বন পাউরুটি পেটে ভরে
শান্তির দেবদূত আসে
বলে এতো দুঃখ কিসের?
কয়টা নেশা হাতে গুজে
পুঁটলি ধরে দে টান খুঁজে পাবে
জীবনের দাম।
বুঝিতে পারি না নেশা কি ?
আবেগ বিবেক কতো কি
এই জীবন পথের বাঁকে
পথের মাঝে পরে রয়।
সবাই বলে পথ শিশু
লজ্জা শরম নেইতো ভয়।
Leave a Reply