পরকাল টা অনেক বড়
বেঁচে থাকতে চিন্তা করো
এমন কথা ধর্ম বলে-
জীবন তবে কিসের তরে?
বিলিয়ে দিন স্রষ্টার তরে।
ভাবনা গুলো বাধা মেলে
সংসার টা কেমনে চলে
রাত পোহালেই পেটের চিন্তা
খুঁজে পাই না বাঁচার পন্থা।
গরীব বলে কষ্ট করে
জীবন চলে আপন তালে
ধর্মগুরু বলে যখন ওরে পাপী
পেটপুরে ভাত খেয়ে
যেদিন জীবন পাখি উড়াল দেবে
সেদিন কিন্তু নরক যাবে।
ধর্ম ছাড়া কর্ম করে কি আর হবে?
জন্ম নিলে খাবার পাবে
যার জন্য এলে ভবে
তাকে ভুলে চলছ রঙে
বুঝে গেছি পরকালে হবে না
তব স্বর্গ দেখা?
বুকটা আমার শোকে কাতর
মাথা ঠুকাই পাথর ।
বলি আপন মনে
ক্ষমা করো প্রভু।
Leave a Reply