1. sm.khakon@gmail.com : bkantho :
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশ

বিশেষ প্রতিনিধি
  • সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশ
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশঃ ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সকল স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন।

রোববার সন্ধ্যায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বঙ্গভবনে এক সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চাহিদা ভিত্তিক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করার তাগিদ দেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে ভিসিগণ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়সহ তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করায় ভিসিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমেছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD