1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
মাওলানা সা'দকে বাংলাদেশে আসার দাবীতে সিরাজগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন  - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

মাওলানা সা’দকে বাংলাদেশে আসার দাবীতে সিরাজগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন 

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে
আগামী ৭,৮ ও ৯ ফেব্রুয়ারী টঙ্গীর তুরাগ নদীর তীরে  তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দকে বাংলাদেশে আসার  ও বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগের দাবীতে সোমবার  বেলা এগারোটার সময় সিরাজগঞ্জে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সা’দ পন্থী তাবলীগ জামায়াতের বিপুল সংখ্যক সাথীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তাবলীগ জামায়াতের জিম্মাদার সাথী ডা. এস এম নাজিম উদ্দীন।  তিনি তার বক্তব্যে বলেন,কোনরুপ  যুক্তিযুক্ত কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা’দ ( দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। বিগত সাত বছর আমরা কোরআন ও হাদিসের আলোকে উনার মূল্যবান  বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ ইতোপূর্বে  তিনি  বিশ্ব ইজতেমার  প্রধান বক্তা ছিলেন এবং  আখেরি মোনাজাত পরিচালনা করতেন।
তিনি বাধাহীনভাবে  সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এবছর  যাতে আমাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ ( দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।  ডা. এস এম নাজিম উদ্দীন আরো বলেন, বিগত সাত বছর যাবত মাওলানা জুবায়ের পন্থীগণ আমাদের মূলধারার  সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা ও জুলুম নির্যাতন এবং কুৎসা রতনা ও অপপ্রচার চালাচ্ছেন, যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ও মসজিদে স্বাধীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশজারীর জন্য দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তাদের সম্বলিত  একটি স্মারকলিপির প্রদান করেন।  জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকটও তারা একই দাবীতে  স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন জিম্মাদার সাথী ডা.এস এম নাজিম উদ্দীন মোঃ নুরুল ইসলাম মাওলানা আবদুল হাই,মোঃ আলতাফ হোসেন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD