হবিগঞ্জে ছয় বছর পর তিল তিল করে গড়ে তোলা কোটি টাকা মূল্যের বাসা দখলমুক্ত করলেন আমেরিকা প্রবাসী জাহির উদ্দিন চৌধুরী। রবিবার (১৭ নভেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে এ বাসা দখলমুক্ত করা হয়।
আমেরিকা প্রবাসী জাহির উদ্দিন চৌধুরী জানান, হবিগঞ্জ হসপিটাল প্রাঃ লিঃ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে আনুমানিক ৮ শতকের ৩’তলা বাসাটি দখল করে রেখেছিল একটি চক্র। শুধুমাত্র ভাড়ানামা দিয়ে বাসাটি জোর দখল করে রেখেছিল তারা।
এর আগে গত কয়েক বছর ধরে দখলমুক্ত করতে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে একাধিকবার লিখিতভাবে জানালেও দলীয় প্রভাব বিস্তার করে জোর করে বাসাটি দখল করে রেখেছিল চক্রটি।
গত ছয় বছরে আনুমানিক ৭০ লাখ টাকা বাসা ভাড়া জমা হয়েছে দখলকারী চক্রটির কাছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply