ভাগিনা ফজলে রাব্বী রাসেল হবিগঞ্জ যুবলীগের নেতা। লন্ডন প্রবাসী। জায়গা জমি দখল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। হয়েছে মামলা মোকাদ্দমাও। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের হবিগঞ্জ জেলার শিল্প এলাকা অলিপুরে একটি জায়গা দখলের সাইবোর্ড দেয় ফজলে রাব্বী রাসেল। তাতে লেখা হয় “ রাসেল মার্কেট” প্রোপ্রাইটার-এএনএম ফজলে রাব্বী রাসেল।
সার্বিক তত্বাবধানে আবুল হাসিম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- হবিগঞ্জ জেলা শাখা”। ফজলে রাব্বী রাসেল হচ্ছে বিএনপি নেতা আবুল হাসিমের আপন ভাগ্না। তাতেই বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ দেয়া হয় বিএনপির কেন্দ্রীয় অফিসে। এব্যাপারে বিএনপি নেতা আবুল হাসিম জানান- সাইনবোর্ড দেয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কোনো কিছুই কাজে আসেনি।
ওই জায়গার মালিক সৈয়দ ফুরকান আলী জানান- বিএনপির নাম ভাঙ্গিয়ে যুবলীগ নেতা রাসেল তার জায়গা দখলের জন্য সাইনবোর্ড দিয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপির হবিগঞ্জ জেলা আহবায়ক আবুল হাসিমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ জেলা বিএনপির আহবায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। আগামী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আবুল হাসিম বিএনপির প্রার্থী হিসাবে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। হবিগঞ্জে ব্যাপকভাবে প্রচার হচ্ছে- ভাগ্নার কারণে মামুর বিনাশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply