যে পথ ফেলে এসেছি পেছনে
হবে না যাওয়া আর সেই পথে
যে সময় গেছে ফুরিয়ে জীবনে
উঠেছে তা সেই সময়েরই রথে।
যে ভুল হয়েছিলো ভুল করি
শত ক্ষমাতেও হয়নি তা উশুল
যতই হাসিতে অভিনয়ের ছল ধরি
ভুলগুলো হয়নি ফুটে আর ফুল।
অজান্তে যাকে করেছিলাম অবহেলা
ভাবিনি কতটা ক্ষতি হয়েছিলো তার
আজ মাপতে গিয়ে ধরে এলো গলা
তার নয়, ক্ষতিটা হয়েছে শুধুই আমার!
আপ্ত বাক্যে যার বক্ষ করেছি দীর্ণ
কাঁদতে কাঁদতে সে গেছে দূরে চলে
হায়, সেই বাজ আজো মনে উৎকীর্ণ
বিক্ষিপ্ত হৃদয়ের লোনা জল ছলছলে।
সুধার মায়ায় মোহন জালের মতো
জড়ানো যে সম্পর্কের বেড়াজাল
তিক্ততায় ভুলগুলো কেবলই অবিরত
তুলে দেয় সেখানে বৈষম্যের কূটকচাল।
কেন তবে এই অবাঞ্চিত আবেগের টান
কেন তবে এই ভালবাসাবাসির উল্লাস
দিলেই যদি হৃদয় ভরে মায়া-মমতার বান
সেই মনে তবে কেন দিলে ঘৃণার বিন্যাস?
Designed by: Sylhet Host BD
Leave a Reply