1. sm.khakon@gmail.com : bkantho :
দুই বাংলার তিন কবির কবিতাসন্ধ্যা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

দুই বাংলার তিন কবির কবিতাসন্ধ্যা

Reporter Name
  • বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলা কণ্ঠ ডেস্কঃ কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র আয়োজনে অনুষ্ঠিত হলো দুই বাংলার তিন কবির কবিতাসন্ধ্যা। ভারতের সৌমিত বসু আর বাংলাদেশের কবি শাহীন রেজা এবং ক্যামেলিয়া আহমেদকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে কবিদের উপস্থিতি ছিল জমজমাট। কানায় কানায় পূর্ণ কবিতাক্যাফেতে চেয়ার না পেয়ে দাঁড়িয়েও ছিলেন কেউ কেউ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রাণবন্ত এ অনুষ্ঠান শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।

প্রবল কবি জাহাঙ্গীর ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে মুখ্য আলোচক ছিলেন ষাটের দশকের অন্যতম আলোচিত কবি জাহিদুল হক। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিতার প্রিয়মুখ কবি নাসির আহমেদ এবং কবি রেজাউদ্দিন স্টালিন।

কবি জায়েদ হোসাইন লাকীর প্রাণবন্ত সঞ্চালনায় এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন কবি এবং কবিতার সহকারি সম্পাদক কবি কামরুজ্জামান। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কবি সরকার মাহবুব, কবি জাকির আবু জাফর এবং কবি রোকেয়া ইসলাম। শুভেচ্ছা জ্ঞাপন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আফরোজা পারভীন, কবি ও কথা সাহিত্যিক বিলু কবীর, অর্ণব আশিক, মাহমুদ হাফিজ, আশরাফ মির্জা, পারভেজ আনোয়ার এবং নূর কামরুন নাহার।

কবিতা পাঠ করেন কবি মুজতাহিদ ফারুকী, শাকিব লোহানী, তৌফিক জহুর, ফরিদ ভূঁইয়া, তাহমিনা বেগম, জেবুন্নেছা হেলেন, শাহনাজ পারভীন, কাজী মোহিনী ইসলাম, নাহিদা আশরাফী, দালান জাহান, শিফফাত শাহরিয়ার, নাহিদা পাঠান তুহিন, মাহবুব সেতু, জ্যাক ডেনভার, রশিদ কামাল, আয়েশা কামাল, সরোয়ার জাহান, সৈয়দ একতেদার, কবিপ্রাণ সঞ্জয় কবীর প্রমুখ।

গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কন্ঠশিল্পী আবু সাঈদ জুবেরী, পলি রহমান, সাজিদা সোনিয়া খান ইতি এবং জাহিদ নূর তুর্য।

কলকাতার বাচিক শিল্পী নূপুর মুখার্জীর আবৃত্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

কবি জাহিদুল হক বলেন, কবিরা একটি একক ও ভিন্ন সত্তা। সারা পৃথিবীর কবিরা একটি সুরেই কথা বলেন আর তা হচ্ছে কবিতা। কবি এবং সাধারণ মানুষে প্রভেদ এই একটি স্থানে। তিনি বলেন, শাহীন রেজা, সৌমিত বসু কিংবা ক্যামেলিয়া-এরা আমার আত্মার আত্মীয়। কবিতার সম্পর্কে আমরা গ্রথিত চিরকালের সূতায়।

কবি নাসির আহমেদ বলেন, কবিতাকে পাঠ নয় আত্মস্থ করতে হয়। যে কবিতা হৃদয় স্পর্শ করে না তাকে কবিতা বলতে আমার আপত্তি আছে। যে তিন কবিকে নিয়ে আমাদের আয়োজন তারা ইতিমধ্যে একটি স্থানে পৌঁছে গেছেন কিন্তু এটাই শেষ নয়। তাদের কবিতা যেন কালের বিচারে টিকে থাকে এই ব্যবস্থাটুকু তাদের করতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD