
যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম শুভ আর্বিভাব দিবস উপলক্ষ্যে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩০ শে ভাদ্র ১৬ ই সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গ অনুষ্টিত হয় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় ।
সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী মৃম্ময কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টামালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান ।
সৎসঙ্গ অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল,কানু লাল দাশ, তাপস বনিক,বিধু ভূষন গোপ,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, সঞ্জয় দাশ,নরেশ দাশ,শিক্ষক রাখাল দাশ,রতিশ দাশ,শংকর চন্দ্র গোপ,নারায়ন সরকার, তনয় কান্তি ঘোষ অনজন,নিতেশ দাশ,গোপেন্দ্র শীল,কালী দেব,সেলাই দাশ,
বিপুল দাশ,দিপন দাশ,জয়হরি দেব,মিহির দাশ,তৃষ্ণা বনিক,রিনা পাল,বনানী দাশ,সুমি পাল,রিনা রানী সরকার,লীলা সরকার,কাজল রানী গোপ,শুভশ্রী পাল সেজুতি,শিপন সুত্রধর,হৃদয় শীল,মিলন সুত্রধরসহ অনুষ্টানে অন্যান্য ভক্তবৃন্দের সমাগম ঘঠে। সবশেষে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়।
Leave a Reply