যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম শুভ আর্বিভাব দিবস ও তিথিকে কেন্দ্র করে জন্মমাস উপলক্ষে শুভ ভাদ্র পরিক্রমার ১৬ তম দিনে ২ সেপ্টেম্বর শনিবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গ অনুষ্টিত হয় সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী মৃম্ময় কান্তি দাশ বিজযনের আয়োজনে পৌরসভার গয়াহরি গ্রামে।
অনুষ্টামালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান । সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সার্বিক পরিচালনায় সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল,কানু লাল দাশ, তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,
শিক্ষক সুব্রত দাশ, ইরেশ গোপ, নরেশ দাশ,ধীরেন্দ্র দেব,রশময় শীল,দীপক পাল,নরেশ দাশ,,শংকর চন্দ্র গোপ,নিতেশ দাশ,রতিশ দাশ,নারায়ন সরকার, নিতেশ দাশ,সজল দেব, শিক্ষক সঞ্জয় কুমার ধাম,প্রদীপ দাশ, নারায়ন দাশ,কালী দেব,সেলাই দাশ,বিপুল দাশ,জয়হরি দেব,তৃষ্ণা বনিক,রিনা পাল,রীনা সরকার,লীলা সরকার, সকল স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন । প্রচুর ভক্তসমাগমে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply