জামালপুরের মেলান্দহ ১৯ আগষ্ট ১১টায় ইতিহাসের আলোয় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা মুক্তিসংগ্রাম যাদুঘরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান এতে প্রধান আলাচক ছিলেন। মুক্তিসংগ্রাম যাদুঘর এর আয়াজন করে। যাদুঘরের ট্রাস্টি-দৈনিক সংবাদের প্রবিন সাংবাদিক উৎপল কান্তিধর এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য এবং কবিতা আবত্তি করন-কবি সায্যাদা আনছারী, ট্রাস্টি বার্ড সদস্য হিল্লোল সরকার, প্রফেসর ড. শাহীনা আক্তার এবং মানবাধিকার কর্মী রাবিয়া সামাদ ঢালি প্রমুখ। অনুষ্ঠান শষ ৮০ জন শিক্ষার্থীর মাঝ ড. আতিউর রহমানের রচিত বঙ্গবন্ধুর সহজতর পাঠ বইটি বিতরণ করা হয়।
Leave a Reply