1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও পরিক্ষাগার উদ্বোধন - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও পরিক্ষাগার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও পরিক্ষাগার উদ্বোধন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি মজিদ খান।

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ ও পরিক্ষাগার’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সাধারন সম্পাদক শিব্বির আহমদদ আরজু, ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম আব্দুল হাদী।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার। পরিচালনা করেন মেডিক্যাল অফিসার ডা. নাসিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত মা-দের উদ্দেশ্যে এমপি মজিদ খান বলেছেন আপনাদের সন্তানকে সুস্থ রাখতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ প্রয়োজনীয় সকল টিকা দিতে হবে। পাশাপাশি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে সু-শিক্ষায় শিক্ষিত করে হবে। এছাড়া তিনি কর্মরত সকল ডাক্তার ও নার্সদের আন্তরিকতার সহিত এলাকার লোকজনদের স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশনা প্রদান করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD