নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় প্রাঙ্গনে গত ১১ ফেব্রুয়ারী উপজেলা সৎসঙ্গের আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসবের চলছিল। সবাই যখন উৎসবের আমেজে মগ্ন তখন হিন্দু নারী সেজে শাখা-সিঁদুর পরে মহিলার স্বর্নের চেইন চুরি করতে সেখানে ঢোকে ছমিরুন আক্তার(২৪) ও রেখা বেগম(৩০) সহ ৪ মুসলিম নারী। দুপুরে আনন্দবাজারে খিচুরি ও খায় তারা। এ সময় এক মহিলার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিড়ে অপর সহযোগীর কাছে দিয়ে দেয়।
ঘটনার সময় উৎসব কমিটির সদস্য রিংকু রায় ও অন্যন্যারা ২ জনকে হাতেনাতে ধরে ফেলেন এবং অপর ২ জন পালিয়ে যায়। আটককৃতদের নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
জানাযায়, শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে নবীগঞ্জ বাজারের গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে ও চুরির ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থানা পুলিশকে বিষযটি অবগত করলে এস আই বিজয় দেবনাথ তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। আটককৃত ছমিরুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াগাও গ্রামের আব্দুর রহমান শিপনের স্ত্রী এবং রেখা নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের জাকির হোসেনের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মুসলিম নারী শাখা-সিঁদুর পরে চুরি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ সময় আটপকৃতেদর ব্যাগ থেকে নেশাজাতীয় পাইডার ও রোমাল পাওয়া যায়। এ ব্যাপারে চুরিকৃত চেইনের মালিক মহিলার পুত্র নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী অসিত পাল বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সৎসঙ্গ উৎসব কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল উৎসবে ২ টি চেইন ছিনতাইের ঘটনা ঘটেছে বলে জানান। নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান,চেইন ছিনতাইের অভিযোগ পেয়েছি। এ সময় তাদের ব্যাগ থেকে ২ জোড়া শাখা ও সিদুরের কৌটা জব্দ করা হয়।
গত রবিবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ ঐ ২ মহিলা চোরকে হবিগঞ্জ কোর্টে প্রেরর করে। স্থানীয়রা জানান, শনিবার সনাতন হিন্দু সম্প্রদায়ের সৎসঙ্গের অনুসারীরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব পালন করছিলেন পৌর এলাকার গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে। এ উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়। দুপুরে ধর্মীয় কীর্তন চলাকালে অনুষ্ঠান প্রচুর মানুষের ভীড়ে ছমিরুন ও রেখা সহ একাধিক সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য হিন্দু সেজে শাখা-সিঁদুর পরে ওই মন্দিরে গিয়ে একাধিক নারীর কাছ থেকে সোনার চেইন চুরি করেন। একপর্যায়ে ধরা পড়েন ছমিরুন ও রেখা। ধারনা করা যাচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্টানে এভাবেই সংঘবদ্ধ চোরচক্র নারী হিন্দু সেজে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই করে আসছে।
Leave a Reply