1. sm.khakon@gmail.com : bkantho :
দেশের এমন দুরবস্থার জন্য আ’লীগ-বিএনপি দায়ী : জাপা মহাসচিব - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

দেশের এমন দুরবস্থার জন্য আ’লীগ-বিএনপি দায়ী : জাপা মহাসচিব

বাংলা কণ্ঠ ডেস্ক রিপোর্ট
  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
দেশের এমন দুরবস্থার জন্য আ’লীগ-বিএনপি দায়ী : জাপা মহাসচিব
দেশের এমন দুরবস্থার জন্য আ’লীগ-বিএনপি দায়ী : জাপা মহাসচিব। ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী।

শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জাপা মহাসচিব এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বার বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টি নেতা মো: খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হারুন অর রশীদ, এম এ কুদ্দুস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো: মাশরেকুল আজম রবি লিটনসহ কয়েকজন মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD