হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- মানুষের মধ্যে আল্লাহ জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের মধ্যে সবাই মানুষ না, কিছু অমানুষও আছে, সবাই জ্ঞানী না, কিছু জ্ঞান পাপীও আছে। জ্ঞান পাপীদের মোকাবেলা করতে আল্লাহ যুগে যুগে ইসলামী জ্ঞান সমৃদ্ধ আলেম ওলামার জন্ম দিয়েছেন।
তারা মানুষকে সঠিক পথ দেখায়। হযরত আদম (আ) ও হযরত হাওয়া (আ) পৃথিবীর প্রথম মানুষ। তাদের ২৩৯ জন সন্তানাদি ছিলেন। ২৩৯জন সন্তানের মাধ্যমে পৃথিবীতে মানুষের সৃষ্টি। এক মানব থেকে আরেক মানবের সৃষ্টি। আল্লাহ মানুষ সৃষ্টির প্রক্রিয়া পবিত্র কোরআনে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেছেন- মানুষকে আমি সুন্দর আকৃতিতে তৈরী করেছি। জ্ঞানপাপী ডারউইন বলেছে- বানর থেকে মানুষের সৃষ্টি।
এমন উদ্ভট কথা পাগল ছাড়া কেউ বিশ^াস করবে না, করা উচিতও নয়। তার লেখা বানর থেকে মানুষ সৃষ্টির মিথ্যা মতবাদ বাচ্চাদের পাঠ্যবই হিসাবে ছাপা হচ্ছে। ২০২৩ সালের ১লা জানুয়ারী থেকে আপনার আমার সন্তানদেরকে ডারউইনের মতবাদ পড়ানো হবে। যারা বিশ^াস করবে বানর থেকে মানুষের সৃষ্টি তারা বেঈমান হবে। ডারউনের মতবাদ কারা ছাত্রদের পাঠ্যসুচিতে স্থান দিয়েছে, এসব বই কোথায় ছাপা হয়, কারা এর সাথে জড়িত, কারা আমাদের ঈমান আকিদা ধ্বংসের জন্য কাজ করছে এসব চিহ্নিত করা প্রয়োজন। মুফতি আব্দুল মজিদ বলেন- ডারউইনের মিথ্যা মতবাদ আপনার সন্তানদেরকে পড়তে দেবেন না।
আগে ঈমান বাচাতে হবে, তারপর অন্যকিছু। তিনি বলেন- আল্লাহর শ্রেষ্ট জীব মানুষ। মানুষের মধ্যে আল্লাহ কিছু মানুষকে মুসলিম হিসাবে আখ্যায়িত করেছেন, কিছু মানুষকে ঈমানদার হিসাবে আখ্যায়িত করেছেন, কিছু মানুষ মোত্তাকি, কিছু মানুষ ওলি আওলিয়া আল্লাহর বন্ধু, কিছু মানুষ নবী রাসুল (সা)। ঈমান রক্ষার স্বার্থে শুধু আলেম ওলামা নয় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে একযোগে ডারউইনের মতবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply