1. sm.khakon@gmail.com : bkantho :
এস আর সবুজ বানিয়াচং সিএনজি মালিক সমিতির সেক্রেটারি নির্বাচিত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

এস আর সবুজ বানিয়াচং সিএনজি মালিক সমিতির সেক্রেটারি নির্বাচিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
এস আর সবুজ বানিয়াচং সিএনজি মালিক সমিতির সেক্রেটারি নির্বাচিত
বানিয়াচং সিএনজি মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-১০৭৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন এস আর সবুজ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সমশের আলী (ঘোড়া) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫০টি। মঙ্গলবার (২০ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং সিএনজি সমবায় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৫ জন।
নির্বাচনে প্রিসাইজিং অফিসারের দায়িত্ব পালন করেন জনাব আলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক জাকারিয়া খান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ শাহজাহান মিয়া ও কমিশনার হিসেবে ছিলেন মহিবুর রহমান মোজাহিদ, হাজী ইমরান মিয়া ও মোঃ সবুজ মিয়া।
অন্যদিকে কোন প্রার্থী না থাকায় বিনাা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শেখ মোয়াজ্জেম হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD