1. sm.khakon@gmail.com : bkantho :
নৌকার নতুন মাঝিরা - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

নৌকার নতুন মাঝিরা

Reporter Name
  • সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৮৩ বার পড়া হয়েছে

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন অাওয়ামী লীগ। এবার যেহেতু সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে টানা দুইবার সরকারে থাকা আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষণার ব্যাপারে শীর্ষ নেতারা বলছেন, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিতপ্রাণ রাজনীতিকদের।

এবার আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে বেশ কিছু আসনে নতুন মুখ হাজির করেছে। তারা হলেন- ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাদেক খান (ঢাকা-১৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২),  ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১) ও এ কে এম এনামুল হক শামীম ( শরীয়তপুর-২)।

এ আসনগুলোতে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, (মহাজোটের অংশীদার জাতীয় পার্টির) জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা।

নতুন মুখে মনোনয়ন পাওয়া আরও অনেকে রয়েছেন। এর মধ্যে সিইসির ভাগ্নে শাহজাদা সাজু (পটুয়াখালী-৩) মনোনয়ন পেয়েছেন, এই আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তাকেও দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

আর মনোনয়ন পাওয়া অাতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান রানা টাঙ্গাইল-৩ আসনের সংসসদ সদস্য। হত্যা মামলায় রানা জেলে থাকায় তার বাবাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নতুন প্রার্থীরা হলেন- সাইফুজ্জান শেখর (মাগুরা-১), ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), মজহারুল হক প্রধান (পঞ্চগড়-১), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), ড. অাব্দুল অাজিজ (সিরাজগঞ্জ-৩), অাব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), শেখ জুয়েল (খুলনা-২), মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), খন্দকার শামসুল হক (পটুয়াখালী-২), তানভীর হাসান চৌধুরী ছোটন (টাঙ্গাইল-২), সালমান এফ রহমান (ঢাকা-১), নেছার উদ্দিন (মৌলভীবাজার-৩), সাবেক সচিব মঞ্জুরুল ইসলাম (ফরিদপুর-১), এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমদের স্ত্রী সেলিমা আহমদ (কুমিল্লা-২)।

এসব আসনে নতুন মুখ আসায় বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্যরা। যথাক্রমে তারা হলেন- এ টি এম ‍আব্দুল ওয়াহাব, মো. আব্দুল মালেক,  জাসদ নেতা নাজমুল হক প্রধান, আবুল কালাম, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, আ. মজিদ মন্ডল, মুহাম্মদ মিজানুর রহমান, মনিরুল ইসলাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, খন্দকার আসাদুজ্জামান, জাতীয় পার্টির এমপি সালমা ইসলাম, সৈয়দা সায়রা মহসীন, মো. আব্দুর রহমান এবং জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ আমির হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD