1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে তথ্য বাতায়ন আপডেট করতে সংশ্লিষ্ট দপ্তরকে ইউএনও’র চিঠি - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে তথ্য বাতায়ন আপডেট করতে সংশ্লিষ্ট দপ্তরকে ইউএনও’র চিঠি

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রশময় শীলের স্নরন সভা অনুষ্টিত
নবীগঞ্জ থেকেঃ তথ্য জানার অধিকার সবার। জেলা-উপজেলার কোথায় কি আছে, কি সেবা কিভাবে পাওয়া যাবে? তথ্য নিয়ে স্থান-কাল-পাত্র জেনে সেবা গ্রহণ করলেই সঠিক সেবা পাওয়া সম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার সংকল্প নিয়ে সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি হলো ‘তথ্য বাতায়ন’।
নবীগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে তথ্য না থাকা ও ভূল তথ্য নিয়ে জনসাধারণের বিড়ম্বনার শেষ নেই। এ নিয়ে দৈনিক হবিগঞ্জ সময়সহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য হালনাগাদ করতে সংশ্লিস্ট দপ্তরকে চিঠি দেয়া হয়েছে। গতকাল দৈনিক হবিগঞ্জ সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার।
সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকাল ১১টায় জুম প্লাটফর্মে নবীগঞ্জ উপজেলা আইসিটি কমিটির মাসিক সভায় ইউনিয়ন পর্যায়ে তথ্য হালনাগাদ করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সকল দপ্তরের পোর্টাল হালনাগাদের সামগ্রিক চিত্র সভায় বিস্তারিত দেখানো হয় এবং প্রত্যেক দপ্তর প্রধানের তত্বাবধায়নে ইউডিসি উদোক্তার মাধ্যমে, উপজেলা সহকারী প্রোগ্রামারের সার্বিক সহযোগীতায় উক্ত দপ্তরের যাবতীয় তথ্য উপজেলা তথ্য
বাতায়নে হালনাগাদের সিদ্ধান্ত হলে তা বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট দপ্তরগুলো।
এ নিয়ে গত ১৭ অক্টোবর দৈনিক হবিগঞ্জ সময়সহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের, গতকাল বুধবার তথ্য হালনাগাদ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার প্রত্যেকটি দপ্তরকে চিঠি প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন বলেন, ’প্রত্যেক দপ্তরেই তথ্য আপডেটের জন্য আলাদা লোক রয়েছে, তারা যদি আপডেট করতে বা সাইটে কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে আমি তাদেরকে সহযোগীতা করি।
তথ্য আপডেট না করলে আমি তাগিদ দেই, গত ১৩ অক্টোবর নবীগঞ্জ উপজেলা আইসিটি কমিটির মাসিক সভায় এ তথ্য আপডেটের সিদ্ধান্ত হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো তথ্য আপডেট করেনি, এ নিয়ে ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করেছি, তিনি প্রত্যেকটি দপ্তরকে চিঠি প্রদান করেছেন। এছাড়াও স্ব স্ব দপ্তর থেকে আমাকে যে তথ্যগুলো দেয়া হবে সেগুলো আমি আপডেট করে নেব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD