সিরাজগঞ্জের বেলকুচি থেকে ডাকাতি ও হত্যার পরিকল্পনার সময় ৩জন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ০২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি জানান, সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার সমেশপুরে ৬ জনের একটি দল তিন লক্ষ টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজাপুর ইউনিয়নের একজন বিশেষ ব্যক্তিকে হত্যা ও একটি বিকাশের দোকানে ডাকাতি করার উদ্দ্যেশ্যে একত্রিত হয়। পরে তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
এরা হলেন, জিধুরী উত্তরপাড়ার মৃত সোবাহানের ছেলে ডাকাত সর্দার মন্তাজ আলী (২৮), মাইঝাইল রান্ধুনীবাড়ি এলাকার গোলজার হোসেন এর ছেলে ডাকাত সদস্য আলী হাসান (২৭) ও নবীপুর কান্দাপাড়ার হাবিবুর রহমান এর ছেলে লিখন (২২)। এসময় তাদের জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ০২ টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এদের মধ্যে, ডাকাত সর্দার মন্তাজ আলী ০৪টি ডাকাতি ও ৩টি ছিনতাইসহ আরো অনেক মামলার আসামী।
পুলিশ সুপার আরো জানান, এদর সাথে জড়িত অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply