রাজশাহীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোমিনুল ইসলাম ওরফে চঞ্চল। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধীন মোন্নাফের মোড় এলাকায়।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা সাংবাদিকদের জানান, মোমিনুল ইসলাম চঞ্চল ফেসবুকে ভুয়া আইডি খোলেন। এরপর সেখান থেকে মামলার বাদি ও তার কর্মস্থলের ছবি ব্যবহার করে স্ট্যাটাস দেন। এতে তার সম্পর্কে বাজে মন্তব্য লেখেন। এছাড়া স্বজনদের ফোনেও অশালীন কথা ও ছবি পাঠান। এ ঘটনায় ২০১৭ সালের ১৭ এপ্রিল নগরীর রাজপাড়া থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়। ওই বছরের ২ মে পুলিশ আসামিকে গ্রেফতার করে। এরপর আদালত থেকে জামিন পান। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে এই মামলার চার্জশিট দেয়। আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply