নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের .সৈয়দ আজিজ হাবিব স্কুলের সামনে রাস্তায় ২২ আগষ্ট সোমবার স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ।
এ সময় কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মসলিছ মিয়া (৩০) কে ঘটনা উদ্ঘাটিত ও সন্দেতীত ভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে ১০ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান সহায়তা করেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ও চৌকস পুলিশ সদস্যগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply