1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে জাকজমকভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে জাকজমকভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
নবীগঞ্জে জাকজমকভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন
নবীগঞ্জে জাকজমকভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন। ছবিঃ সংগৃহীত

সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।   ১৯ আগষ্ট শুক্রবার সকাল ৯ টায় নবীগঞ্জ  গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে ভহবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ  সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ,সামাজিক,ধর্মীয় সংগঠনের নের্তৃবৃন্দসহ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় এসে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় সেবায়েত সুদাম বৈষ্ণব ও লক্ষী বৈষ্ণবীরসেবা ও  পুজাঅর্চনা এবং জন্মাণ্টমী উদযাপন কমিটির আহবায়ক সাধন চন্দ্র দাশের সার্বিক পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,রঙ্গলাল রায়, বিকাশ রায়, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি পৌর কাউস্নিলর বাবুল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক

কর্নমনি দাশ, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ,  ইসকন মন্দিরের সাধারন সম্পাদক পৌর কাউস্লিলর  যুবরাজ গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল চন্দ্র দেব,সাধারন সস্পাদক প্রানেশ দেব, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,পৌর কাউস্নিলর ফজল আহমদ চৌধুরী,উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংহঠনিক রত্নদীপ দাশ রাজু, মৃনাল কান্তি রায় মিনু,অরবিন্দু বনিক,পবিত্র বনিক, অঞ্জন

পুরকায়স্থ,রঞ্জু দাশ,প্রজেশ রায়  নিতন,, প্রমথ চক্রবর্ত্তী বেনু, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, লিটন দেবনাথ, অমলেন্দু সুত্রধর,হরিপদ দাশ,পিন্টু রায়,নিতেশ দাশ,বাবলু দাশ, রিন্টু দাশ,বিপুল দাশ সহ সহস্রাধিক লোকজন অনুষ্টানে গোবিন্দ জিউড় আখড়ায়  উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রায়,উপজেলা ও পৌ পুজা উদযাপনপরিষদ,উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইসকন তিমিরপুর মন্দির গোবিন্দ জিউড় আখড়া কমিটি,উপজেলা সৎসঙ্গ,লোকনাথ সেবাসংঘ,রবিদাস সংঘসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে লোকজন অংশগ্রহন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD