নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উপদেষ্টা প্রয়াত রাখাল চন্দ্র দাসের স্নরনে ইউপি সচিব রাসেন্দ্র চন্দ্র দাস এবং শিক্ষক রাজীব চন্দ্র দাসের আয়োজনে পৌর এলাকার শিবপাশা বাসভবনে শনিবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,সদগ্রস্থাদি পাঠ,বিশ্বশান্তি কামনায় নামজপ,আলােচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে আলােচনা করেন,পাঞ্জাধারী কর্মী সুদীপ চন্দ্র দাস এসপিআর,যাজক পাঞ্জাধারী কর্মী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত কুমার দাস,সস্তয়নী যুগেন্দ্র চন্দ দাস প্রমুখ। সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা সৎসঙ্গের তাপস চন্দ্র বনিক,মৃম্ময় কান্তি দাশ দাশ বিজন,রশময় শীল, বাবু লাল দাশ,জয় কৃষ্ণ দাশ,নরেশ চন্দ্র দাশ,রতিশ চন্দ্র দাশ, ইউপি সচিব,,,,শিক্ষক সজল চন্দ্র দাশ, শংকর কুমার গোপ,সজল চন্দ্র দেব,সাংবাদিক সলিল বরন দাশ,দিপন দাশ,জয়হরি দেব,শিক্ষক নারায়ন দাশ,নয়ন দাশ,হৃদয় শীল প্রমূখ।
Leave a Reply